রাজশাহীর সড়ক দুর্ঘটনা তদন্তে ৬ সদস্যের কমিটি
ঢাকা: রাজশাহীর সড়ক দুর্ঘটনা তদন্তে ৬ সদস্যের কমিটি
রাজশাহীর কাটাখালিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২৬ মার্চ) সন্ধ্যায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু আসলামকে প্রধান করে তদন্ত কমিটি গঠিত হয়।
তদন্ত কমিটির প্রধান ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু আসলাম বলেন, ‘এরমধ্যে তদন্ত কমিটি কাজ শুরু করেছে। প্রতিবেদন দাখিল করতে কোন সময়সীমা দেয়া হয়নি। তবে দ্রুততম সময়ের মধ্যে তদন্ত শেষে করে প্রতিবেদন দেয়া হবে।’
তিনি আরও বলেন, ‘জেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্ঘটনায় হতাহতদের সার্বিক সহায়তা প্রদান করা হবে।’
এর আগে শুক্রবার (২৬ মার্চ) দুপুরে রাজশাহীর কাটাখালীতে বাসের সঙ্গে মাইক্রোবাস ও লেগুনার ত্রিমুখী সংঘর্ষে অন্তত ১৭ জন নিহত হয়েছেন।
নিহতরা হলেন, উপজেলার চৈত্রকোল ইউনিয়নের রাঙ্গামাটি গ্রামের সালাহউদ্দিন (৩৮), তার স্ত্রী সামসুন্নাহার (৩২), শ্যালিকা কামরুন্নাহার (২৫), ছেলে সাজিদ (১০) ও মেয়ে সাবাহ খাতুন (৩), রামনাথপুর ইউনিয়নের বড় মহাজিদপুর গ্রামের ফুল মিয়া (৪০), তার স্ত্রী নাজমা বেগম (৩৫), ছেলে ফয়সাল (১৫), মেয়ে সুমাইয়া (৭) ও সাবিহা (৩), একই ইউনিয়নের দুরামিঠিপুর গ্রামের সাইদুর রহমান (৪৫), পীরগঞ্জ পৌরসভার প্রজাপাড়ার মোটরসাইকেল মেকার তাজুল ইসলাম ভুট্টো (৪০), স্ত্রী মুক্তা বেগম (৩৫), ছেলে অষ্টম শ্রেণির ছাত্র ইয়ামিন (১৪), রায়পুর ইউনিয়নের দ্বাড়িকাপাড়া গ্রামের মোকলেছার রহমান (৪০), স্ত্রী পারভীন বেগম (৩৫) ও ছেলে পাভেল মিয়া (১৮)।
রাজশাহীর কাটাখালী থানার সিসিটিভির ভিডিও দৃশ্যে দেখা যায়, পীরগঞ্জের কালো রংয়ের হাইস মাইক্রোবাসটি সড়কের ডানপাশ (ভুল পথে) দিয়ে চলছিল। এসময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী হানিফ পরিবহনের একটি বাস মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলে মাইক্রোতে আগুন ধরে যায় এবং দাউ দাউ করে জ্বলতে থাকে।