শিমুল মুস্তাফার আবৃত্তি সন্ধ্যা
বরেণ্য আবৃত্তিকার শিমুল মুস্তাফার একক আবৃত্তি পরিবেশনা ‘যন্ত্রণার মেঘ বৃষ্টি ঝড়’ আয়োজন করেছে বৈকুণ্ঠ আবৃত্তি একাডেমি। শুক্রবার (৭ অক্টোবর) সন্ধ্যা ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মঞ্চে অনুষ্ঠিত হবে এটি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মশিউর রহমান। অনুষ্ঠানটি উদ্বোধন করবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
অনুষ্ঠানের সমন্বয়কারী হিসেবে থাকছেন নিপুণ নিয়ামত ও অলি আহমেদ পল্লব। ইয়ুথ গ্লোবাল ফাউন্ডেশন নিবেদিত এই অনুষ্ঠানের আয়োজনে বৈকুণ্ঠ আবৃত্তি একাডেমি এবং সার্বিক সহযোগীতায় শিমুলের পাঠশালা ও বৈকুন্ঠ আবৃত্তি একাডেমির সদস্যরা।