প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিদাতা শিবিরকর্মীকে আদালতে প্রেরণ
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিদাতা শিবিরকর্মী নিরাপত্তার জন্য থানায় গিয়ে এখন শ্রীঘরে। শুক্রবার দুপুরে হুমকীদাতা শিবির কর্মী শিহাব উদ্দিন (২৫)কে চাঁদপুর আদালতে পাঠানো হয়।
পুলিশ জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে মিথ্যে মানহানিকর কুরুচিপুর্ণ তথ্য প্রচার করার দায়ে বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
তার গ্রামের বাড়ী হাজীগঞ্জ উপজেলার ৬ নং বড়কুল পূর্ব ইউনিয়নের সোনাইমুড়ী মল্লিক বাড়ী। শিহাব ওই বাড়ীর বিল্লাল হোসেনের ছেলে।তার বিরুদ্ধে হাজীগঞ্জ থানার সেকেন্ড অফিসার মোস্তাক আহমেদ সাব্বির বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন।
তিনি জানান, আইন শৃঙ্খলার অবনতি ঘটানোসহ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অপরাধে মোঃ শিহাব উদ্দিনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।