লোকে লোকারণ্য সোহরাওয়ার্দী উদ্যান

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগ আয়োজিত যুব মহাসমাবেশে নেতাকর্মীদের ঢল নেমেছে। সমাবেশ শুরু হওয়ার আগেই সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। 

দেশের বিভিন্ন জায়গা থেকে আগত নেতাকর্মীদের পদচারণায় মুখরিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, মল চত্বর, ভিসি চত্বর, শাহবাগ, দোয়েল চত্বর, সোহরাওয়ার্দী উদ্যান ও তার আশপাশের এলাকা। শাহবাগ, মৎস্য ভবন, রমনা, এলিফ্যান্ট রোড, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, দোয়েল চত্বরসহ সোহরাওয়ার্দী উদ্যানের চার দিকেই নেতাকর্মীরা অবস্থান করছেন। সংগঠনটির মহাসমাবেশকে কেন্দ্র করে সোহরাওয়ার্দী উদ্যানে এখন জনস্রোত। শুক্রবার সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীদের মিছিল এসে সোহরাওয়ার্দী উদ্যানে ঢুকতে দেখা গেছে। উদ্যানের সব কয়টি গেটও খুলে দেওয়া হয়েছে। এছাড়াও ঢাকা ও তার আশপাশের এলাকা থেকে আসছেন নেতাকর্মীরা। 

যুবলীগের মহাসমাবেশ ঘিরে সোহরাওয়ার্দী উদ্যানের আশেপাশের এলাকায় নিরাপত্তার জোরদার করা হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানের প্রবেশ মুখে নেতাকর্মীদের তল্লাশি করে ঢুকতে দিচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

এ সমাবেশের মধ্যে দিয়ে সরকারবিরোধী দলগুলোকেও একটা সতর্কবার্তা দিতে চায় যুবলীগ। বিএনপির জামায়াতের বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দিতে দেখা গেছে নেতাকর্মীদের। এজন্য তারা সোহরাওয়ার্দী উদ্যানে আজকের সমাবেশে জনউপস্থিতির বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *