দ্বিতীয় মেয়াদে কাজাখস্তানের প্রেসিডেন্ট হলেন তোকায়েভ

কাসেম জোমার্ত তোকায়েভ দ্বিতীয় মেয়াদে কাজাখস্তানের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। নির্বাচনে তিনি ৮১ দশমিক ৩ শতাংশ ভোট পেয়েছেন।

তেল সমৃদ্ধ কাজাখস্তানে কাসেম জোমার্ত তোকায়েভ আরও ৭ বছরের জন্য শাসন দীর্ঘ করবেন বলে ধারণা করা হচ্ছিল। রাষ্ট্রনায়ক হিসেবে তিনি স্বাধীন বৈদেশিক নীতি গ্রহণ করেছেন।
আল জাজিরার খবরে বলা হয়েছে, কাজাখস্তানের মতো দেশে সমালোচকদের একপেশে করে রাখা হয়। নির্বাচনে প্রকৃতঅর্থে কোনো বিরোধী প্রার্থীর মুখোমুখি হননি তোকায়েভ। তার বিরুদ্ধে যে পাঁচজন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তারা কার্যত অপরিচিত মুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *