ভোটারদের বয়সসীমা ১৬ করার উদ্যোগ নিয়েছে নিউজিল্যান্ড;

নিউজিল্যান্ডে ভোটারদের বয়সসীমা কমিয়ে ১৬ করার বিষয়ে দাবি উঠেছে। বিষয়টি আদালত পর্যন্ত গেছে। এ বিষয়ে করা একটি আবেদন গ্রহণ করেছেন দেশটির সুপ্রিম কোর্ট। বর্তমানে নিউজিল্যান্ডে ১৮ বছর বয়সীরা ভোট দিতে পারেন। এমন নিয়মকে ‌‘বৈষম্যমূলক’ ও ‘মানবাধিকারের লঙ্ঘন’ বলে আখ্যা দিয়েছেন আদালত।

এবার দেশটির প্রধানমন্ত্রী জাসিন্দা আর্ডার্ন জানিয়েছেন, ভোটের বয়সসীমা কমিয়ে ১৬ করার লক্ষ্যে সরকার খসড়া বিল তৈরি করবে। তিনি আরও বলেছেন, বয়সসীমা কমিয়ে আনার বিষয়ে তার সমর্থন রয়েছে। তবে সংসদে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। সোমবার আর্ডার্ন বলেছেন, বয়সসীমা কমিয়ে আনার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য সংসদই সেরা জায়গা। সেখানে এ বিষয়ে সবাই নিজেদের মতামত দেবে।

উল্লেখ্য, নিউজিল্যান্ডে ‘মেইক ইট সিক্সটিন’ নামে তরুণদের একটি দল বয়সসীমা কমানোর দাবি তুলেছে। তাদের বক্তব্য, জলবায়ু সঙ্কটের মতো বিষয়ে তাদের ভোটদানের অধিকার থাকা উচিত। কারণ এগুলো তাদের জীবন ও ভবিষ্যৎকে প্রভাবিত করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *