খাগড়াছড়িতে ৪০ বিজিবির মানবিক সহায়তা
খাগড়াছড়িতে ৪০ বিজিবি পলাশপুর জোনের উদ্যোগে গরীব, দুস্থ ও অসহায়দের মাঝে কম্বল বিতরণ করা হয়।
বুধবার সকালে মাটিরাঙ্গার পলাশপুর জোন ৪০ বিজিবির উদ্যোগে পলাশপুর মিফতাহুল জান্নাহ মহিলা মাদ্রাসার শতাধিক এতিম ও অসহায় শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে শীতবস্ত্র ( কম্বল ) বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পলাশপুর জোন অধিনায়ক লে. কর্ণেল সোহেল আহমেদ, পিএসসি।
এসময় জোন অধিনায়ক জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি বিজিবির পক্ষ থেকে স্থানীয়দের আর্তসামাজিক অবস্থার উন্নয়নে ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে শীত নিবারণে গরীব, দুস্থ’ ও অসহায়দের পাশে দাঁড়ানো হচ্ছে। ভবিষ্যতেও এ ধরণের উদ্যোগ চলমান থাকবে।
এসময় অন্যান্যের মধ্যে পলাশপুর মিফতাহুল জান্নাহ মহিলা মাদ্রাসার পরিচালক হাফেজ মোঃ আব্দুল হাই, পলাশপুর জোনের সুবেদার মেজর সহ সামরিক পদস্থ কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।